বক্সনগর, ২১ অক্টোবর : নলছর বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন বিধায়িক কিশোর বর্মণ। এই বৈঠকে বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নেশা সামগ্রী বিক্রি বন্ধ রাখার আহ্বান জানান বিধায়ক কিশোর বর্মন সহ বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।
এই বিষয়ে বিধায়ক কিশোর বর্মণ জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক রাত পর্যন্ত দোকান খোলা রেখে নেশা সামগ্রী বিক্রি করেন। যে সমস্ত অপ্রীতিকর ঘটনা এবং অশান্তির বাতাবরণ নলছর বাজারে হচ্ছে এগুলো একমাত্র নেশাকে কেন্দ্র করেই। তার পাশাপাশি বিধায়ক বলেন বাজারে বিভিন্ন নিয়মাবলী রয়েছে। তার মধ্যে একটি হল দোকান বন্ধ করার সময়। শীতকালে বাজারের সমস্ত দোকান রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকবে এবং গ্রীষ্মকালে রাত সাড়ে দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নলছর বাজার সমিতির পাশাপাশি সমস্ত ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান বিধায়ক কিশোর বর্মণ।
এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী রতন দাস, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিকাশ দাস এবং সভাপতি বিজয় ঘোষ সহ সমস্ত সদস্যরা। উল্লেখ্য গত কিছুদিন পূর্বে এই বাজারেই রাতে দুই বন্ধুর মধ্যে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘর্ষ বিরাট রূপ ধারণ করে।