আগরতলায় মঙ্গলালোক শক্তিসদন শেল্টার হাউজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী

আগরতলা, ১৮ অক্টোবর : ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অনুমোদন প্রাপ্ত আগরতলার একটি বেসরকারি শেল্টার হাউজের আবাসিক যুবতী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। ওই যুবতীর পরিবারের লোকজনের অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে ওই যুবতীকে বিক্রি করা হয়েছে। যদিও শেল্টার হাউজ কতৃপক্ষের দাবি ওই যুবতী পালিয়ে গিয়েছে।

আগরতলার জগৎপুরে মঙ্গলালোক শক্তিসদন নামের একটি শেল্টার হাউজে থাকা নিজের একমাত্র যুবতী মেয়েকে না পেয়ে সংবাদ কর্মীদের সামনে হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন অসহায় মা- বাবা। নিখোঁজ যুবতীর মা সবিতা দেবনাথ জানান, আমবাসা মহকুমার বিবেকানন্দনগরের স্থায়ী বাসিন্দা তারা। গোপেন্দ্র দেবনাথ ও সবিতা দেবনাথের একমাত্র কন্যা সন্তান শর্মিলাকে নিয়ে সুখের সংসার। মেয়ে শর্মিলা দেবনাথ আমবাসা মহকুমা সদরের চান্দ্রাইছড়া দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রী।

সবিতা দেবনাথের অভিযোগ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মেয়ে শর্মিলা বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায়শই তাকে উত্তক্ত করত আমবাসা মহকুমার পায়জাবাড়ির বাসিন্দা রবি ঘোষের ছেলে রাজু ঘোষ। সামাজিক সম্মানের দিকে তাকিয়ে সেটা মুখ বুজে মেনে নিয়েছেন। এরমধ্যে গত ১২ই মার্চ মেয়ে শর্মিলা স্কুলে যাবার পথে রবি ঘোষের ছেলে রাজু ঘোষ শর্মিলাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় আমবাসা থানায় একটি নিখোঁজ ডাইরি এবং অপহরণকারীর নামধাম দিয়ে এফ আই আর করা হয়। বেশ কিছু তালবাহানার পর পুলিশ অপহরণের প্রায় ৪ মাস ২৫ দিন পর শর্মিলা দেবনাথকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়।

এদিকে, চলতি বছরের আগস্ট মাসে একমাত্র মেয়েকে নিয়ে গন্ডাছড়া মহকুমার ষাটকার্ড এলাকায় এক নিকট আত্মীয়য়ের বাড়িতে বেড়াতে যায় মা সবিতা দেবনাথ। ১৫ই আগস্ট সকলে মিলে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠান দেখে মেয়ে শর্মিলাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যায়। অভিযোগ ওইদিন বিকেল বেলায় শর্মিলা নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে মা সবিতা দেবনাথ গন্ডাছড়া থানায় একটি মিসিং ডাইরি করেন। তদন্তে নামে গন্ডাছড়া থানার পুলিশ। ঘটনা পৌঁছায় ধলাই জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিওসি) এর দরবারে। ২৯আগস্ট ধলাই সিডব্লিওসি -র চেয়ারপার্সন প্রাণতোষ দত্ত গন্ডাছড়া ও আমবাসা থানার পুলিশ নিয়ে অপহরণকারী রাজু ঘোষের বাড়িতে আচমকা তল্লাশি চালিয়ে একটি বন্ধ ঘর থেকে অসুস্থ অবস্থায় শর্মিলা দেবনাথকে উদ্ধার করে। পরে শর্মিলাকে আগরতলার মঙ্গলালোক শক্তিসদন নামক একটি শেল্টার হাউজে পাঠিয়ে দেন ধলাই জেলার সিডব্লিওসি -র প্রধান প্রাণতোষ দত্ত। ওই সময় থেকে মঙ্গলালোক শেল্টার হাউজে থাকে শর্মিলা। সেখানে গিয়ে প্রায়শই মেয়ে শর্মিলাকে দেখে আসতেন মা বাবা।

অন্যান্য দিনের মতই শুক্রবার শর্মিলার মা সবিতা দেবনাথ তার অসুস্থ স্বামী গোপেন্দ্র দেবনাথকে নিয়ে একমাত্র কন্যা সন্তান শর্মিলাকে দেখতে মঙ্গলালোক শেল্টার হাউজে যান। সেখানে গিয়ে মেয়ের খোঁজ করতেই ওই শেল্টার হাউজ কর্তৃপক্ষ গায়ত্রী দেবী সাফ জানিয়ে দেন যে আপনাদের মেয়ে শর্মিলা বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাউন্ডারী ওয়াল টপকে পালিয়ে গেছে। সংবাদটি শুনেই অসহায়ের মত কান্নায় ভেঙ্গে পড়ে মা এবং বাবা। এদিকে, নিখোঁজ মেয়ের মা সবিতা দেবনাথের অভিযোগ ধলাই সিডব্লিওসি -র প্রাণতোষ দত্ত এবং এই মঙ্গলালোক শেল্টার হাউজের সুপার গায়ত্রী দেবী মিলে টাকার বিনিময়ে শর্মিলাকে কোন পাচারকারীর কাছে বিক্রি করে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?