সাব্রুম, ১৭ অক্টোবর : পুলিশের মারে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজারে। থানা ঘেরাও করলেন কালাঢেপা এলাকার মানুষ।
জানা গিয়েছে, গত রবিবার রাবার চুরির অভিযোগ কালাঢেপার বাদল ত্রিপুরা নামে এক যুবককে মনুবাজার থানার পুলিশ গ্রেফতার করে।তাকে থানার ভেতর বেধড়ক পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাদল ত্রিপুরার।
এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয় কালাঢেপা এলাকার লোকজনের মধ্যে। ক্ষুব্ধ জনগণ থানা ঘেরাও করে। থানা ঘেরাওয়ের খবর পেয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সুপার সহ অনান্য পুলিশ আধিকারিকর মনুবাজারে ছুটে আসেন। তারা ক্ষুব্ধ জনতার সাথে কথা বলে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন সাবইনস্পেক্টর প্রেমজিৎ রায় এবং কনস্টেবল রাজকুমার ত্রিপুরা। আরও তিন এসপিও জওয়ানের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।