মেলাঘর, ১৭ অক্টোবর : সিপাহীজলা জেলার কাঁঠালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত। অল্পের জন্য বাজার এলাকা রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে মেলাঘর হাসপাতালে ভরতি এক মহিলা সহ দুজন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডে বিপ্লব ঘোষের দোকানে প্রথমে আগুন লাগে। পরবর্তী সময়ে এই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। এতে একটি সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তারপর এই বিধ্বংসী আগুনে আরো একটি দোকানকে গ্রাস করে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আছে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে।কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্বে নিয়ে আসে।
জানা গিয়েছে, কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডের উত্তর পাশে বিপ্লব ঘোষ এর দোকান। ওই দোকানে পেট্রোল বিক্রি করেন। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে রাখে ঘরের ভিতর। একেবারে মোমবাতির কাছে গিয়ে পেট্রোল অন্য একটি পাত্রে ঢালাঢালি করার সময় মোমবাতির আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠে গোটা ঘরের ভিতর। শুরু হয় চিৎকার চেচামেচি। দোকানের নিচ দিয়ে চলে গেছে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়ক।
দুইজন অগ্নিদগ্ধ হয়। তারা হলেন দোকানের মালিক বিপ্লব ঘোষের স্ত্রী মান্টি ঘোষ এবং অটো চালক আশীষ দাস। অটোর জন্য পেট্রোল ঢালতে গিয়ে এই বিপত্তি ঘটে। এক হাতে ছিল মোমবাতি ও অন্য হাতে পেট্রোলের ড্রাম। আশীষ দাস ও মান্টি ঘোষের অবস্থা আশঙ্কাজনক। এদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেলাঘর মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, এদিন ছিল কাঁঠালিয়া বাজারের হাটবার। বাজারে ছিল প্রচুর মানুষ।