ডিমা হাসাও জেলায় লাইনচ্যুত আগরতলা-মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস, হতাহতের খবর নেই

হাফলং, ১৭ অক্টোবর : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের দিবালং ক্রসিং পয়েন্টে লাইনচ্যুত হয়েছে ১২৫২০ নম্বর আগরতলা-মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার বিকাল ৪.২০ মিনিট নাগাদ সংঘটিত হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লোকমান্য তিলক এক্সপ্রেস দুর্ঘটনার ফলে লামডিং-বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার দরুন লোকমান্য তিলক এক্সপ্রেসের ইঞ্জিন সহ বি ১ থেকে বি ৭ পর্যন্ত সাতটি বগি এবং একটি পাওয়ার ভ্যান কোচ ও লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে দুটি হেল্পলাইন নম্বর ০৩৬৭৪ ২৬৩১২০/০৩৬৭৪ ২৬৩১২৬ খুলেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লামডিং রেলের উচ্চপদ্স্থ আধিকারিকরা দুর্ঘটনা স্থলে ছুটে এসেছেন। তাঁরা দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছেন। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এখনও জানা যায়নি।

সরকারিভাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ হতাহতের কোনও খবর এখন পর্যন্ত প্রকাশ করেনি। তবে অসমর্থিত সূত্রের খবর, লোকমান্য তিলক এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন।

আজ লোকমান্য তিলক এক্সপ্রেস দিবালং স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ায় ১৩১৭৪ সাব্রুম শিয়ালদহ মাইবাং স্টেশন এবং ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেসকে নিউহাফলং স্টেশনে আটকে রাখা হয়েছে। ট্ৰেন দুর্ঘটনার ফলে রেলওয়ে ট্ৰ্যাকের ব্যাপক ক্ষতি হওয়ায় সাময়িকভাবে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?