খোয়াই, ১৬ অক্টোবর : বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার খোয়াই শহর লাগোয়া সীমান্ত এলাকাগুলিতে চোরের দৌরাত্ম্য। খোয়াই শহরের বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে রাতদিন কোথাও না কোথাও চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। মঙ্গলবার গভীররাতে খোয়াই থানাধীন সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় সুশান্ত রঞ্জন পালের বাড়িতে আনুমানিক পাঁচ থেকে সাত জন চোরের দল হানা দেয়।
ওই বাড়িতে লাগানো লোহার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশের চেষ্টা করে চোরের দল। তৎক্ষণাৎ বাড়ির লোকজন ঘটনাটির টের পাওয়ায় ঘুম থেকে উঠে পড়ে। চোরের দল পালিয়ে যায়। প্রতিদিনই শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় চোরের দল হানা দিচ্ছে। খোয়াই থানার পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।
তাছাড়া সীমান্ত লাগোয়া এলাকাগগুলিতে বিএসএফ জাওয়ানরাও প্রহরারত থাকেন। তারপরও কাঁটাতারের বেড়া অতিক্রম করে কিভাবে চোরের দল অনুপ্রবেশ করে এবং পুনরায় গরু কিংবা মোটরবাইক নিয়ে গা ঢাকা দেয় ওপারে। সীমান্তে বিএসএফ এবং শহর এলাকায় পুলিশের নজরদারি ও টহল আরও জোরদার করার দাবী জানিয়েছেন খোয়াইবাসী।