আগরতলা, ১৬ অক্টোবর : তিন দিনের সফরসূচি নিয়ে আজ বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় এসেছেন বৈদেশিক পরিক্ৰমা এবং বস্ত্ৰ দফতরের প্রতিমন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা। আগরতলায় এসে তিনি রাজ্যপাল ইন্দ্ৰসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এবং সিপিআইএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তাঁর সফরসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মার্ঘেরিটা খোয়াই জেলায় চলমান কয়েকটি কেন্দ্ৰীয় প্ৰকল্প পরিদৰ্শন করবেন। সঙ্গে ফ্ল্যাগশিপ কর্মসূচির অধীনে বিভিন্ন কেন্দ্ৰীয় প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির অগ্ৰগতি সম্পর্কে পৰ্যালোচনা করবেন পবিত্র মার্ঘেরিটা। তিনি জেলার শিক্ষা, স্বাস্থ্য, জল জীবন মিশন, কৃষি অবকাঠামো, দক্ষতা বিকাশ প্রভৃতি ক্ষেত্ৰে চলমান প্ৰকল্পগুলিও পরিদৰ্শন করবেন।
সফর কার্যসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাৰ্ঘেরিটা মহিলা পরিচালিত আত্মসহায়ক গোট এবং জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকেও অংশগ্ৰহণ করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া এদিন বিকালে সিমনার শঙ্কলায় অবস্থিত হস্তশিল্প ক্লাস্টার প্ৰজেক্ট ও আইসিডিএস-এর অধীনে ‘সমৰ্থ’ প্ৰশিক্ষণ কেন্দ্ৰ এবং ফাটিকছড়ায় হস্ততাঁত সজাগতা কাৰ্যসূচি পরিদৰ্শন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
পরবৰ্তী কার্যসূচি অনুযায়ী পবিত্র মার্ঘেরিটা উদয়পুরে গিয়ে মাতা ত্ৰিপুরসুন্দরী মন্দির পরিদৰ্শন করে মায়ের পুজো দেবেন। ১৮ অক্টোবর সকালে আগরতলায় রাজ্য সচিবালয়ে বস্ত্ৰ মন্ত্ৰালয় ও হস্ততাঁত, হস্তশিল্প এবং রেশম উদ্যোগ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পৰ্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে ওইদিন বিকালে আগরতলায় অবস্থিত পূৰ্বাশা এম্পোরিয়াম এবং ওয়েভার্স সাৰ্ভিস সেন্টার পরিদৰ্শন করে সন্ধের দিকে তিনি আগরতলার এমবিবি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।