উদয়পুর, ৮ অক্টোবর : শারদোৎসবের প্রাক্কালে গোমতী জেলার উদয়পুরের দাতারাম এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে। তবে আটক করা হয়নি কাউকে।
শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই লক্ষ্যে গোমতী জেলার পুলিশ তীক্ষ্ণ নজর রেখে চলছে। পূজোর কয়েকদিন লাইসেন্সপ্রপ্ত বিলেতি মদের দোকানগুলি বন্ধ রাখার জন্য ইতিমধ্যে প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে।
মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোর পুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাতাবাড়ি বিধানসভার দাতারাম বড়বাজার এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে অবৈধভাবে বেশ কিছু বিলেতি মদ মজুত রাখার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ যাওয়ার খবর পেয়ে চন্দন মজুমদার ও সঞ্জিত মজুমদার বাড়ি থেকে পালিয়ে যা। পুলিশ তাদের ঘর থেকে অবৈধ ভাবে মজুত রাখা ৮৭ বোতল বিলেতি মদ নিয়ে আসে থানায়। আগামী কয়েকদিন বিশেষ করে পূজার কয়েকটা দিন অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।