বিশালগড়, ৮ অক্টোবর : সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। মঙ্গলবার বিজেপির কমলাসাগর মন্ডলের উদ্যোগে কসবা মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যবাসী গত ৩৫ বছরে হিংসা, খুন, সন্ত্রাসের রাজনীতি দেখেছে। এগুলি করে পার পেয়ে যেত। কিন্তু বর্তমান সরকারের আমলে কোন রাজনৈতিক দল দেখা হয় না। তিনি জানান, এবার পুজো উপলক্ষে ত্রিপুরার সর্বত্র মানুষের মধ্যে আনন্দের পরিবেশ রয়েছে। কিন্ত মাঝে মাঝে অনেকে চেষ্টা করেন আনন্দে যাতে ব্যাঘাত ঘটে। যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের আইনের শাসনে নিয়ে আসা হয়। ফলে ত্রিপুরা এখন আইন-শৃঙ্খলা দিকে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। বিরোধীরা এখন সরকারের বিরুদ্ধে কোন কিছু না পেয়ে আইনশৃঙ্খলা কিভাবে অবনতি ঘটানো যায় তা নিয়ে সবদিকে চক্রান্ত শুরু করেছে। তাই সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।