চুরি যাওয়া রাবার শিট নিয়ে পালানোর পথে গাড়ি বিকল, চোরকে ধরে পুলিশে দিল জনগণ

বিলোনিয়া, ৫ অক্টোবর : রাবার চুরির সাথে জড়িত এক যুবককে আটক করল জনতা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকায় শুক্রবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটছে।

ধৃত যুবকের স্বীকারোক্তি মুলে জানা যায় তার সাথে আরো একজন এই চুরির ঘটনার সাথে যুক্ত। চুরির ঘটনা রতনপুর এলাকায় হলেও রাবার ভর্তি গাড়ি আটক করা হয় বিলোনিয়া সাড়াসীমা এলাকায় শনিবার। রতনপুর এলাকা থেকে টআর০৩ডি১৮৭৪ নম্বরে বলেরু ট্রিপার গাড়ি ভর্তি করে রাবার চুরি করে নিয়ে আসার সময় সড়াসীমা এলাকায় আসতেই গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়ি বিকল হওয়াতেই বিপত্তি বাঁধে।

এদিকে চুরির খবর ছড়িয়ে পড়তেই রাবারের মালিক সহ অন্যান্যরা রাবারের সন্ধানে শুরু করেন খোঁজাখুঁজি। এরপরেই খুঁজতে খুঁজতে বিলোনিয়া সাড়াসীমায় আসার পর বিকল হওয়া গাড়ি দেখে সন্দেহ হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই রাবার পাওয়া যায়। পাশাপাশি তালা ও টিন কাটার মেশিন উদ্ধার হয় গাড়ি থেকে। সাথে সাথে এলাকার জনতা ধরে ফেলে ইব্রাহিমকে। বেঁধে রাখে গাড়ির সাথে। ইব্রাহিমের বাড়ি উদয়পুরের জামজুড়ি এলাকায়।

জানা যায়, ইব্রাহিমের সাথে জোলাইবাড়ির কালু নামে এক যুবক ছিল। ইব্রাহিমকে এলাকার জনগণ ধরার সাথে সাথে সুযোগ বুঝে পালিয়ে যায় কালু। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ আসার পর এলাকার জনগণ রাবার চুরির সাথে যুক্ত ইব্রাহিমকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ইব্রাহিমকে বিলোনিয়া থানাতে গ্ৰেপ্তার করে নিয়ে আসে। ইব্রাহিমের সঙ্গী কালুকে আটক করার জন্য তল্লাশি জারি রেখেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?