বিলোনিয়া, ৫ অক্টোবর : বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ‘শালবনানী’র পাশেই ‘দক্ষিণী’ ছাত্রীনিবাসনের উদ্বোধন হল। দক্ষিণ ত্রিপুরার জেলা সভাধিপতি দীপক দত্ত ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন বিলোনিয়া কলেজের ছাত্রীদের জন্য বহু প্রতীক্ষিত গালর্স হোষ্টেলটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেষ দেববর্মা ও অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস প্রমুখ।
ছাত্র ছাত্রীরা ও এনসিসি ইউনিট কলেজের মূল ফটক থেকে হোষ্টেল পর্যন্ত রাস্তা দুধারে দাঁড়িয়ে ফুল- উত্তরীয় দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানায়। উদ্বোধনের পর অতিথিরা, শিক্ষক ও অশিক্ষিক কর্মচারী সবাই হোষ্টেল চত্বরে বৃক্ষ রোপন করেন। এছাড়া কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এই সভায় জেলা সভাধিপতি দীপক দত্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিলোনিয়া কলেজ রাজ্যের প্রাচীন কলেজগুলির মধ্যে অন্যতম। এই ছাত্রীনিবাসন চালু খুবই জরুরী ছিল যেহেতু দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদে পড়ার আগ্রহ থাকে বেশি এই কলেজে। তিনি আরো বলেন এই অতি পুরনো ত্রিপুরা খ্যাত কলেজের উন্নতিকল্পে আমাদের দক্ষিণ জেলা পরিষদ সাধ্যমত একশত শতাংশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাতে ছাত্র ছাত্রীদের পড়তে সুবিধা হয়।
নিখিল চন্দ্র গোপ বলেন, কলেজের ছাত্রীনিবাসনটি অনেকের জন্য উপকারে আসবে। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা বলেন দেরীতে হলেও ছাত্রীদের জন্য এই হোষ্টেলটি চালু হওয়ার মহকুমা ও তার বাইরের পড়ুয়ার কাজে আসবে। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের সময় পড়াশোনার সময় মত শেষ করতে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন যাতে ভবিষ্যতের পথ সুগম হয়। পরিশেষে কলেজের অধ্যক্ষ ড: মনোরঞ্জন দাস বলেন এই কলেজের পথ চলা শুরু হয়েছে ১৯৬৪ সালে এবং এই কলেজে অনেক সুনাগরিক ও যোগ্য মানুষের তৈরিতে বটবৃক্ষের মতো কাজ করছে।