উদয়পুর, ৫ সেপ্টেম্বর : সাম্প্রতিক বন্যায় গোমতী জেলার উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকার কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাটের ক্ষতি হয়েছে। সরকারিভাবে সাহায্যের জন্য পঞ্চায়েতে গেলে তাদেরকে বিরোধীদল করার অপরাধে বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে ৩০ বাগমা ও ৩১ রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে শনিবার টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট আট দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এর নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট দাবিসনদ তুলে দেন। দাবি সনদ তুলে দেওয়ার আগে ব্লকের গেইটে সভায় বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকারিভাবে সাহায্যের জন্য টেপানিয়া আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে গেলে বিরোধী দলের সমর্থক হওয়ায় তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। রেগার কাজ নিয়ে দলবাজি, সরকারি কোন অনুদানের জন্য গেলে পঞ্চায়েত থেকে বিরোধীদল করার অজুহাত তুলে বঞ্চিত করার অভিযোগ তোলা হয়। এদিকে বন্যায় রাস্তাঘাটের বেহাল অবস্থা। সংস্কারের কোন উদ্যোগ নেই। এই আট দফা দাবি নিয়ে ব্লকের বিডিওর নিকট দাবিসনদ তুলে দেওয়া হয়। যদি বিডিও প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল।