আগরতলা, ৫ অক্টোবর : ত্রিপুরা সরকার সমস্ত নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতি প্রণয়ন করেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধাকেই মাপকাঠি হিসেবে বিবেচনার অগ্রাধিকার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মুক্তধারা অডিটোরিয়ামে টিপিএসসির মাধ্যমে নবনিযুক্ত টিসিএস এবং টিপিএস গ্রেড-টু অফিসারদের মধ্যে চাকরির অফার হাতে তুলে দিয়ে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্য স্থির রেখে পড়াশুনা চালিয়ে গেলে সফলতা আসবেই। টিসিএস ও টিপিএস অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা এই প্রচেষ্টার ফল। সফলতা অর্জন করার জন্য সুস্থ পরিবেশেরও প্রয়োজন হয়। আজকে যারা চাকরিতে অফার পাচ্ছেন তারা প্রত্যেকেই স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক চাকরি প্রাপকই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন। আজকে যারা অফার পেয়েছেন তারা প্রত্যেকেই সরকারের অংশ হিসেবে নিজেদের যুক্ত করেছেন।
তিনি বলেন, প্রশাসন পরিচালনায় টিসিএস এবং টিপিএস অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৃতপক্ষে টিসিএস অফিসাররাই জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সরকারি জনকল্যাণমুখী প্রকল্পগুলি প্রান্তিক মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের গুরুদায়িত্ব রয়েছে। প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে তাদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, জিএ পি অ্যান্ড টি সচিব অপূর্ব রায় জিএ পি অ্যান্ড টি অতিরিক্ত সচিব ড. সমিত রায় চৌধুরী। উল্লেখ্য, আজ মুক্তধারা অডিটোরিয়ামে টিসিএস গ্রেড-টু ৩০ জন এবং টিপিএস গ্রেড-টু ১০ জনের মধ্যে অফার বণ্টন করা হয়।