আগরতলা, ৪ অক্টোবর : সিপিএম এবং কংগ্রেসের শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার ও কণ্ঠস্বরকে দমন করা হয়েছিল। তাই এই দুই দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শুক্রবার আগরতলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সদর জেলা কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে একথা বলেন।
ডাঃ মানিক সাহা বলেন, দীর্ঘদিন ধরেই বিরোধীরা মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে এবং এর জবাবে সকল কর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি অনেক মিথ্যা দাবি করে আসছে, যার কারণে প্রতিবাদে নেমেছে বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধীরা।
তিনি জানান, আগরতলা এবং আশেপাশের এলাকা থেকে বিজেপি কর্মকর্তারা জড়ো হয়েছেন এখানে। অন্যান্য মন্ডলেও একই ধরনের প্রতিবাদ করা হচ্ছে। আমরা জানি যে সিপিএম এবং কংগ্রেস মূলত একই এবং তারা রাজনীতির জন্য মিথ্যার উপর নির্ভর করে। তিনি আরও বলেন যে বাম-কংগ্রেস জোটের ৩৫ বছরের শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার এবং কণ্ঠস্বর দমন করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলের সমর্থকরা সেই সময়কালে ক্রমাগত ভয়ভীতি এবং হয়রানির মুখোমুখি হয়েছিল। এই দলগুলি এখন আবার রাজ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সর্বদা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তাদের মিথ্যা প্রচার বন্ধ করার জন্য সতর্ক করছি। তা না হলে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতারা।