আগরতলা, ৪ অক্টোবর : আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিগমের কাউন্সিলরদের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, তাঁরা জনগণের কল্যাণে কাজ করে চলেছেন।
তিনি বলেন, আগরতলা পুর নিগমের অধীনস্থ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির মতো নাগরিক সমস্যাগুলির সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তাছাড়া, প্রতিটি পরিবারের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজ নিজ ওয়ার্ডে তাঁরা স্থানীয়দের সমস্যার কথাও শুনছেন এবং তাৎক্ষণিকভাবে তাঁদের সমাধান করছেন।
মেয়র আরও উল্লেখ করেছেন যে তাঁদের নাগরিক দায়িত্ব ছাড়াও, আগরতলা পুর নিগমের কাউন্সিলররা সক্রিয়ভাবে সমাজসেবায় অংশ নিচ্ছেন। দীপক মজুমদার আরও যোগ করেছেন, উৎসব প্রতিটি সম্প্রদায়কে একত্রিত করে।
প্রসঙ্গত, দুর্গা পূজাকে সামনে রেখে আহরতলা পুর নিগমের ইন্দ্রনগর ৮ নং ওয়ার্ড এলাকার মহিলাদের প্রায় তিনশিটি শাড়ি দান করা হয়েছে শুক্রবার। ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সম্পা সেন সরকার কর্তৃক গৃহীত উদ্যোগটি উৎসব মরসুমে উদারতা এবং সকল সম্প্রদায়ের প্রতি সংহতির চেতনা তুলে ধরে বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।