বক্সনগর, ৪ অক্টোবর : আবারো পাচারকারীদের হাতে রক্তাক্ত হতে হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সীমান্ত রক্ষী বাহিনীর ১৫০ নং ব্যাটেলিয়ানের জওয়ান হরিশচন্দ্র পাণ্ডে কলসীমুড়া সীমান্তের দুধপুকুর এলাকার ১৮৯ নম্বর সীমান্ত ফটক এলাকায় আক্রান্ত হয়েছেন। অভিযোগ শুক্রবার সকাল নয়টা নাগাদ সীমান্ত সংলগ্ন বাগবের গ্রাম পঞ্চায়েতের মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের উদ্যোগ নেয়। একটা সময় সীমান্ত ফটক দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার চেষ্টা চালালে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান হরিশচন্দ্র পাণ্ডের নজরে পড়ে বিষয়টি। ্
হরিশচন্দ্র পাণ্ডে বাধা দিলে রিয়াজ ও তার ভাই রিফাত সহ বাবা মমিন ও মমিনের স্ত্রী তথা রিয়াজ ও রিফাতের মা হরিশচন্দ্র পাণ্ডের উপর আক্রমণ চালায়। কাঠের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করে। ফলে জওয়ানের মাথা থেকে শুরু হয় রক্তক্ষরণ। অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানকে মেরে ফেলার উদ্যোগ নেয় চিনি পাচারকারীরা।
পরে অন্যান্য জওয়ানদের তৎপরতায় কোন রকমে প্রাণে রক্ষা পায় হরিশচন্দ্র পাণ্ডে। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পেয়ে শুন্যে গুলি ছুঁড়লে এলাকার লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হয়। পরে চিনি পাচারকারীরা বাধ্য হয়ে পিছু হটে। স্থানীয় লোকজন এবং সীমান্ত রক্ষী বাহিনীর অন্যান্য জওয়ানদের সহযোগিতায় আহত হরিশচন্দ্র পাণ্ডেকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার ব্যবস্থা করেন। বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ওই জওয়ানকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করেন।
ঘটনার খবর পেয়ে সীমান্ত এলাকায় ছুটে যায় কলমচৌড়া থানার ওসি নাড়ুগোপাল দেব সহ বিশাল পুলিশ বাহিনী। শুরু করেছে তদন্ত। তদন্তের স্বার্থে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আহত জওয়ানের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত পাচারকারী রিয়াজ ও তার পরিবারের লোকজনদের খুঁজে বের করার জন্য পুলিশের তরফে শুরু হয়েছে তৎপরতা। স্থানীয় সূত্রে খবর ঘটনার পর তারা এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে রিয়াজ, রিফাত, মমিন এবং মমিনের স্ত্রীর বিরুদ্ধে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।