উদয়পুর, ৩০ সেপ্টেম্বর : সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে ১৪ দফা দাবির ভিত্তিতে গোমতী জেলার জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া হয় সোমবার। তাছাড়া দলীয় কর্মী ও সমর্থকরা দাবি আদায়ে মিছিল সংগঠিত করেছেন।
গত ১৯শে আগস্ট থেকে ২৩শে আগষ্ট পর্যন্ত রাজ্যের ভয়াবহ বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত ও বানবাসী হয়েছেন তা অতীতের রেকর্ডকে ছাপিয়ে গেছে। একমাসের বেশি হয়েছে রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে যেভাবে সাহায্যের হাত নিয়ে দাঁড়াবার কথা সেখানে তা হয়নি। এরই প্রতিবাদে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি আহ্বানে সোমবার উদয়পুর জামতলা থেকে দলীয় কর্মী ও নেতৃত্বরা মিছিল করে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদের দিঘির পাড়, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে মিছিল শেষ হয়।
এর আগে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল গোমতী জেলার জেলা শাসকের নিকট ১৪ দফা দাবি সনদ তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিতাই বিশ্বাস বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, রেগা ও টুয়েপের পর্যাপ্ত কাজের ব্যবস্থা করা, কৃষক ক্ষেত মজুর ও মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা, বন্যায় যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিনামূল্যে বই ও খাতা প্রদান করা সহ ১৪ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এখনো পর্যন্ত এক পয়সাও দেয়নি। রাজ্য সরকার সঠিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে যেভাবে দাঁড়াবার কথা সেইভাবে না দাঁড়ানোয় ক্ষতিগ্রস্তরা বিপদে আছেন। অবিলম্বে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য দেওয়ার দাবি জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, নিখিল দাস সহ বিভাগীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।