বিলোনিয়া. ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার বনকর বাজার থেকে শুরু করে বিলোনিয়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের আশপাশের দোকানে অভিযান চালানো হয় জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তরফে। অনেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বাজার ও বিদ্যালয় সংলগ্ন প্রতিটি দোকানে তামাক জাতীয় দ্রব্য আছে কিনা খতিয়ে দেখেন তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মকর্তারা।
পান মশলা বিক্রি হচ্ছে কিনা বা কেউ খাচ্ছে কিনা এ বিষয় খতিয়ে দেখেন ইন্সপেক্টিং অফিসার অফ ড্রাগ আদিত্য প্রকাশ চাকমা ও ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট অরিজিৎ দাস। এছাড়া এই অভিযানে সহযোগিতায় ছিলেন বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর সহ পুলিশ কর্মীরা। তামাক আইনের ধারা ৪ অর্থাৎ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, তামাক আইনের ৬(এ)অর্থাৎ আঠার বছরের কম বয়সী যেকোন ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ এবং ধারা ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে বলে জানান ইন্সপেক্টিং অফিসার অফ ড্রাগ আদিত্য প্রকাশ চাকমা।
এদিনের অভিযানে সিওটিপিএ ২০০৩ এর ধারা ৬(বি) এর অধীনে ৮ দোকানদারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীদিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানকারীরা। সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের একটাই বক্তব্য সরকার আগে জনসচেতনতা বৃদ্ধি করুক তারপর না মানা হলে জরিমানা আদায় করুক।