আগরতলা, ২৭ সেপ্টেম্বর : শারদোৎসবে চাঁদা নিয়ে জুলুম না করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সতর্ক বার্তার পরও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও পূজা উদ্যোক্তারা জুলুমবাজি করছে বলে অভিযোগ উঠেছে। থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে চাঁদার জুলুমবাজি ঘিরে মানুষকে মারধর করা এবং আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সদর জেলা কংগ্রেস।
শুক্রবার শহরের কামান চৌমুহনি এলাকায় মুখে কালো ফিতে বেঁধে মৌন প্রতিবাদের আয়োজন করা হয় কংগ্রেসের তরফে। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যে চাঁদার জুলুমবাজি নিয়ে এক ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। এর সাথে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গত ছয়মাসে লক্ষ করা গেছে মাসে আটজন মানুষ খুন হয়েছে। একই সঙ্গে নারী ধর্ষণ, নারী অপহরণের মতো ঘটনা বেড়ে চলেছে। শিশু কন্যা থেকে বয়স্ক মহিলা কেউ দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে। সব মিলিয়ে এ ধরনের একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন রাজ্যবাসীকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।