বিলোনিয়া, ১৯ সেপ্টেম্বর : নারী নির্যাতন, নারী ধর্ষণে জড়িত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দক্ষিণ জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি দক্ষিণ জেলা কমিটি।
দক্ষিণ জেলায় একের পর এক নারী ধর্ষণের ঘটনা জেলার আইন শৃঙ্খলা নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে প্রশ্ন রাখেন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি। নারী সমিতির নেত্রীরা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি তুলে দিয়ে বলেন, গত ১৫ – ২০ দিনের মধ্যে দক্ষিণ জেলায় বিশেষত বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের পাঁচ বৎসরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এর আগে ঋষ্যমুখ ব্লকের গাবুড়ছড়া এলাকার জনৈকা গৃহবধু তার স্বামীর সাথে বাড়ী ফেরার পথে গণধর্ষণের শিকার হয়। সাব্রুম মহকুমার মনুবাজারে ২৪ বছরের যুবতী ধর্ষণের শিকার হ। এছাড়া এর আগে পি আর বাড়ী থানা এলাকায় ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। সর্বশেষ বুধবার ১০১ বছরের বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কেউ বলছেন খুন আর কেউ বলছেন আত্মহত্যা।
নারী নেত্রীরা বলেন চোত্তাখলায় বাদল শীল খুন হয়েছে জুলাই মাসের ১৩ তারিখ। ১২ জুলাই আক্রান্ত হয়ে ১৩ জুলাই জিবি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের কেউ পঞ্চায়েত মেম্বার হয়েছে, শপথ নিয়েছে। পু্লিশ খুনিদের খুঁজে পাচ্ছেনা এটা কোন পুলিশি ব্যাবস্থা। জেলা পুলিশ সুপার জানান ধর্ষণের প্রতিটি ঘটনার অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে। নারী নেত্রীরা দাবী করেন, শুধু গ্রেপ্তার নয়, ধৃতদের কঠোর শাস্তির ব্যাবস্থা করতে হবে। নারী সমিতির এদিনের ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন নারী নেত্রী খুকু ঘোষ, শিউলী লোধ, স্বপ্না নাথ বণিক, সুপ্রিয়া মল্লিক, যমুনা পাল প্রমুখ।