আগরতলা, ১৯ সেপ্টেম্বর : সাম্প্রতিক বন্যায় ত্রিপুরার গ্রামীণ এলাকায় প্রায় ৫০ হাজার ঘর এবং ৬ হাজার স্থায়ী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ প্রায় ২০০৬ কোটি টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ণ দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর এই সংবাদ জানান।
তিনি জানান, বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট ব্লকের বিডিও সহ আরডি এবং আরডি (পঞ্চায়েত) দপ্তরে কর্মরত জিআরএস, আরপিএমরা অসাধারণ দৃঢ়তা এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বন্যার ফলে গ্রামীণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির হিসাব পেশ করা হয়েছে। এছাড়াও গ্রামোন্নয়ণ দপ্তরের মাধ্যমে রেগার নির্দেশিকা অনুসরণ করে জরুরী ডিসিন্টিং এবং ডি-ওয়াটারিং কার্যক্রমের জন্য একটি বিশদ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রস্তুত করা হয়েছে।
গ্রামোন্নয়ণ দপ্তরের সচিব আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) প্রায় ৫০,০০০ অতিরিক্ত ঘর বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারও গ্রামোন্নয়ণ দপ্তরের কাজের জন্য ৪০ কোটি টাকার সহায়তা ঘোষণা করেছে।