আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরার ক্ষুদ্র জমির মালিকানাগুলির সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এর উদ্ভাবনী সমাধান গড়ে তোলার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির বিজ্ঞানী ও প্রকৌশলী, আইসিএআর এবং রাজ্য কৃষি বিভাগকে সমন্বয় রেখে কাজ করার জন্য আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
বৃহস্পতিবার লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজের অডিটোরিয়ামে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির অ্যানুয়েল জোনাল ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি কৃষি ব্যবস্থার উন্নয়নে এবং চাষিদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি ক্ষেত্রের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে এই কেন্দ্রগুলি আরও সহায়ক ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএআর’র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেনারেল (এই) ড. আর আর বর্মণ, বিসিকেভি পশ্চিমবঙ্গের প্রাক্তন উপাচার্য ড. এম এম অধিকারি, আইএলআরআই’র প্রাক্তন ডিডিজি ড. এইচ রহমান, সিএইউ ইম্ফল’র উপাচার্য ড. অনুপম মিশ্র, আইসিএআর-এটিএআরআই, জোন-৭, ওমিয়ান মেঘালয়ের অধিকর্তা ড. এ কে মহান্তি প্রমুখ।