বিশালগড়, ১২ সেপ্টেম্বর : জোরপূর্বক খাস জমি দখল করতে গিয়ে পঞ্চায়েত সদস্য এবং উত্তেজিত জনতার দাবড়ানি খেয়ে পালালো এক প্রভাবশালী পরিবার। ঘটনা বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গকুলনগর এলাকায়।
জানা যায় পূর্ব গকুলনগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দত্ত এবং প্রশান্ত দেব সরকারের দখলে ছিল তিন গন্ডা খাস জায়গা। প্রায় ৩০ বছর নারায়ণ দত্ত ও প্রশান্ত দেব সরকার জায়গাটি দখল করে রেখেছিলেন। ছয় বছর পূর্বে অসুস্থতার কারণে জায়গা বিক্রি করেন। তখন জায়গা ক্রয় করে এলাকারই হরে কৃষ্ণ ধর নামে এক ব্যক্তি। হঠাৎ করে এই খাস জায়গাটি দখল করে ঘর নির্মাণ শুরু করে গকুলনগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি দাস ও তার তিন ছেলে দীপঙ্কর দাস, চন্দন দাস ও কাজল দাস। জায়গার মালিক হরে কৃষ্ণ ধর বিষয়টি স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়িকাকে জানালে পঞ্চায়েত থেকে নোটিশের মাধ্যমে দীপ্তি দাসের পরিবারকে অবৈধ ভাবে ঘর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েতের নির্দেশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে বৃহস্পতিবার সকালে পুনরায় জায়গা দখল করতে গেলে ঘটে যায় লঙ্কাকাণ্ড।
স্থানীয় পঞ্চায়েতের চার সদস্য দীপ্তি দাস ও ছেলেদেরকে বাধা প্রদান করলে পঞ্চায়েতের নির্দেশে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দেন। এমনকি পঞ্চায়েত সদস্যদেরকে আক্রমণ করে। পঞ্চায়েত সদস্যরা স্থানীয়দের জানালে এলাকার পুরুষ মহিলা একজোট হয়ে এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায় দীপ্তি দাস ও তার তিন ছেলে। এক সময় উত্তেজিত জনতা তাদের অবৈধ ঘরগুলিকে ভেঙ্গে গুড়িয়ে দেয়।