আগরতলা, ৫ সেপ্টেম্বর : জলজীবন মিশনে ত্রিপুরার গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৮২.৬২ শতাংশ পরিবারে এবং শহর এলাকায় ৬০.৫০ শতাংশ পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে গ্রামীণ এলাকার অবশিষ্ট পরিবারগুলিতে জলজীবন মিশনে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর রাজ্যের প্রতিটি পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহের লক্ষ্যে মিশন মোডে কাজ করছে। ইতিমধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় মোট ৭ লক্ষ ৫০ হাজার ৪৫টি পরিবারের মধ্যে ৬ লক্ষ ১৯ হাজার ৬৭৫টি পরিবারের মধ্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। শহর এলাকায় ২ লক্ষ ১৯ হাজার ২৭৩ টি পরিবারের মধ্যে ১ লক্ষ ৩২ হাজার ৬৫৮ টি পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।