আগরতলা, ৫ সেপ্টেম্বর : যথাযোগ্য মর্যাদায় ৬৩তম শিক্ষক দিবস উদযাপিত হয়েছে ত্রিপুরায়। আগরতলার টাউনহলে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাউনহলে আয়োজিত রাজ্যভিত্তিক ৬৩তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।
এদিকে, রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এক শুভেচ্ছাবার্তায় বলেন, শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের সঞ্চালক। ছাত্রছাত্রীদের সুশিক্ষাদানের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকারা এক গুরুদায়িত্ব পালন করে থাকেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেছেন, সুষ্ঠু সমাজ ও মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা।
অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, একজন শিক্ষককে অনেক কঠিন ও গুরুদায়িত্ব পালন করতে হয়। একজন আদর্শ শিক্ষক ছাড়া কোনও ব্যক্তি তার জীবন গঠন করতে পারে না। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সর্বপল্লী ড. রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, তাঁর মতো একজন মহান ব্যক্তির জীবন ও আদর্শকে পাথেয় করে আমাদের শিক্ষক সমাজকে এগিয়ে যেতে হবে।
রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে রাজ্যের ১৪টি বিদ্যালয়কেও শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। মিশন ৫৫৫ রূপায়ণের জন্য জেলাভিত্তিক শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় ৮টি বিদ্যালয়কে। মিশন ৫৫৫ কর্মসূচিতে সবুজ বনায়ন সৃষ্টি করা হয়।তাছাড়াও অনুষ্ঠানে বর্ষসেরা মহাবিদ্যালয়ের সম্মাননা দেওয়া হয় আগরতলা মহিলা মহাবিদ্যালয় ও টিটিএএডিসির খুমুলুঙস্থিত পলিটেকনিক মহাবিদ্যালয়কে।