উদয়পুর , ২৮ আগস্ট : পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ৷ ঘটনা গোমতী জেলার উদয়পুরের শালগড়ায়৷ মৃতার নাম মৌসুমী শুক্লদাস৷ ঘটনাটি ঘটেছে বুধবার৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক রচনা করা হচ্ছে৷
মৃতার বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে ভালবেসে বিয়ে হয়েছিল শালগড়ার রামু সরকারের সাথে আগরতলার মৌসুমী শুক্লদাসের৷ অত্যন্ত দরীদ্র পরিবারের মেয়ে মৌসুমী৷ বিয়ের পর থেকে যৌতুকের জন্য নাকি তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত৷ একাধিকবার টাকা পয়সা স্বামীকে দেওয়া হয়েছে৷ আরও টাকার জন্য মৌসুমীর উপর ক্রমশ নির্যাতন করা হত৷ বুধবার স্বামী রামু দাস মৌসুমীর মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় এবং বলে যে মৌসুমী আত্মহত্যা করেছেন ফাঁসিতে৷ যদিও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে মৃত্যুর চল্লিশ মিনিট পর মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ অভিযোগ মৌসুমীকে গলায় ফাঁসি লাগিয়ে হত্যা করা হয়েছে৷
এদিকে, মৃতার শাশুড়ি তথা রামু সরকারের মা জানিয়েছেন তিনি ঘটনার সময় বাড়িত ছিলেন না৷ তিনি খবর পেয়ে যখন বাড়িতে আসেন তখন দেখা যায় অটোতে করে মৌসুমীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ হত্যা না আত্মহত্যা এই ব্যাপারে তিনি কিছুই বলতে পারছেন না৷ তবে তিনি ঘরে গিয়ে দেখতে পান একটি মোবাইল ভাঙ্গা৷ তাতে তিনি বুঝতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে হয়তো ঝগড়া হয়েছে৷