আগরতলা, ২৮ আগস্ট : ফের ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল বলে পরিচিতি জিবি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে ধুন্ধুমার কান্ড ঘটল৷ যদিও চিকিৎসকদের দাবী চিকিৎসায় গাফিলতির অভিযোগ সত্য নয়৷ তাঁর আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু, রোগীকে বাঁচাতে পারেননি৷
জানা গিয়েছে, আগরতলার দুর্গা চৌমুহনী এলাকার গীতা কর (৪৮) নামে এক মহিলাকে বুকে ব্যাথর জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তিনদিন আগে৷ আইজিএম হাসপাতাল থেকে তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে তিনদিন ধরে চিকিৎসাধীন ছিলেন৷ প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন বলেন পরিবারের লোকজনের দাবি৷ কিন্তু, বুধবার সকালে তিনি আবারও অসুস্থতা বোধ করেন৷ চিকিৎসকরা তার নাকে একটি নল ঢুকিয়েছিলেন৷ নল ঢুকানোর সাথে সাথেই নাক দিয়ে রক্ত বেরুতে থাকে৷ আর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
রোগীর মৃত্যুর পর পরিবারের লোকজন অভিযোগ করেন চিকিৎসায় গাফিলতিতে এই মৃত্যু৷ এদিকে, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন চিকিৎসায় কোন গাফিলতি হয়নি৷ সকাল থেকেই রোগীর অবস্থা সংকটজনক ছিল৷ চেষ্টার কোন ত্রুটি রাখা হয়নি৷ শেষ পর্যন্ত রোগী হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন৷