উদয়পুর , ২৮ আগস্ট : ত্রাণ শিবির থেকে প্লাবিত এলাকায় বাড়িঘরের অবস্থা দেখতে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায়।
বুধবার বিকেলে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া নানুয়া দিঘীর ত্রাণ শিবির থেকে মোফাজ্জল হোসেন ও আরিফ হোসেন নামে এই দুই যুবক কলা গাছের ভেলা বানিয়ে প্লাবিত এলাকায় বাড়ি ঘর দেখতে যাচ্ছিল। এমন সময় ভেলাটি হঠাৎ বিদ্যুত পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গে মোফাজ্জল ও আরিফ পড়ে যায়।
ঘটনাটি অন্যরা দেখতে পেয়ে খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত বলে ঘোষণা করে। আরিফ হোসেন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যুবকের মৃত্যুতে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনার বিরুদ্ধে এলাকবাসী ক্ষোভ প্রকাশ করলেন এবং আর্থিক সহায়তা দাবী করেন। দুই যুবকের বাড়ি খিলপাড়া ফকির বাড়ি এলাকায়।