আগরতলা, ২৫ আগস্ট : আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে রবিবার রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। অভিযানের প্রাথমিক লক্ষ ছিল আলু এবং পেঁয়াজের প্রথম স্তরের বিক্রেতাদের উপর।
বন্যা পরিস্থিতির পরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের কালোবাজারী বন্ধ করতে খাদ্য দপ্তর, ওজন ও পরিমাপ দপ্তর সহ সদর মহকুমা প্রশাসন শহরের সমস্ত বাজারে একই রকম অভিযান চালাচ্ছে।
রাজ্য একটি নজিরবিহীন বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাই শহরের বাজারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সদরের মহকুমা শাসক। তিনি আরও উল্লেখ করেছেন যে প্রতি কেজি আলু ও পেঁয়াজের খুচরা মূল্য খতিয়ে দেখা হয়েছে এদিন।