আগরতলা, ১৬ আগস্ট : বন দপ্তরে কর্মরত প্রিয়লাল সেন নিজের কর্তব্য পালনে যথেষ্ট সজাগ ও সচেতন। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। যার ফলশ্রুতিতে পরপর চারবার ফরেস্টার অফ দা ইয়ার পুরস্কার পেলেন প্রিয় লাল সেন।
তিনি বন দপ্তরের প্রশিক্ষণ পর্বে প্রথম স্থান অধিকার করেন। বন দপ্তরের রিক্রুটমেন্ট রোল অনুযায়ী যিনি ট্রেনিং এ প্রথম হন তাকে পদোন্নতি দিয়ে রেঞ্জ অফিসার করা হয়। অথচ উনার সাথে বন দপ্তর দ্বিচারিতা করে কোন এক অদৃশ্য শক্তির বলে এখনো পদোন্নতি দেয়া হয়নি। তিনি পদোন্নতি থেকে বঞ্চিত থেকেও নিজ দায়িত্বে অবিচল। নিষ্ঠার সাথে কাজ করে পরপর চতুর্থবার ফরেস্টার অফ দা ইয়ার খেতাব জয় করেন। একটানা চারবার ফরেস্টার অফ দা ইয়ার পুরস্কার জিতে বিলোনিয়ার তথা রাজ্যের নাম উজ্বল করলেন।
দক্ষিণ জেলা সদর বিলোনিয়ার দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েত এলাকায় ওনার বাড়ি। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও নিজের কর্তব্যে অনঢ় থেকে তিনি এই খেতাব অর্জন করেছেন। ফরেস্টার প্রিয় লাল সেন ৭৮তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী প্রফেসরের ডাঃ মানিক সাহার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।