শ্রীহরিকোটা, ১৬ আগস্ট : ফের একবার রেকর্ড গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। শুক্রবার সকালে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ- এসএসএলভি-ডি৩/ইওএস-০৮ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিন সকাল ৯.১৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এসএসএলভি এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয়।
শুক্রবার ভোররাত ২.৪৭ মিনিটে শুরু হয় কাউন্ট-ডাউন প্রক্রিয়া। ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল’- এসএসএলভি-র মাধ্যমে এটি তৃতীয় তথা চূড়ান্ত উৎক্ষেপণ। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল (পিএসএলভি)-র তুলনায় এসএসএলভি রকেট অনেক ছোট আকারের, মাত্র ৩৪ মিটার লম্বা। পিএসএলভি-র দৈর্ঘ্য মাত্র ৪৪ মিটার। সফল উৎক্ষেপণের পর ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসএলভি-র তৃতীয় উৎক্ষেপণ সফল। ইওএস-০৮-কে সুনির্দিষ্টভাবে কক্ষপথে স্থাপন করেছে এসএসএলভি-ডি৩। এই সাফল্যের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “এসএসএলভি-ডি৩/ইওএস-০৮-এর তৃতীয় উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি মহাকাশযানকে পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে। কোনও বিচ্যুতি নেই।”