উদয়পুর, ৬ আগস্ট : স্বামীর হেপাজত থেকে সন্তানকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ। শুধ তাই নয় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে স্বামীর হাতে আক্রান্ত হয়ে ফের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায়।
অনেক আশা নিয়ে উদয়পুর জামজুরি আশু মিয়া তার মেয়ে আয়েশা বিবিকে বিয়ে দিয়েছেন উদয়পুরের খিলপাড়ার ভাঙ্গারপাড় এলাকার বাসিন্দা জাবেদ মিয়ার সাথে। বিয়ের পর বেশ কয়েক বছর ভালই চলছিল তাদের সংসার। এরমধ্যে তাদের একটি পুত্র সন্তানের জন্ম নেয়। বর্তমানে ছেলেটির বয়স ৬ বছর। ২০২২ সালের আগে থেকেই জাবেদ মিয়া তাহার স্ত্রী আয়েশা বিবিকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য মারধর করত। একটা সময় আয়েশা বিবি ছেলে সন্তানটিকে নিয়ে বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয়।
গত ফেব্রুয়ারি মাসে ১৫ তারিখ আয়েশা বিবির কাছ থেকে জোরপূর্বক সন্তানটিকে নিয়ে যায় জাবেদ মিয়া। পরবর্তী সময়ে থানায় মামলা করেন আয়েশা বিবি। থানা কর্তৃপক্ষ যথারীতি মামলাটি আদালতে পাঠিয়ে দেয় বিচারে জন্য। সোমবার ছিল তাদের আদালতে হাজিরা। জাবেদ মিয়া ও আয়েশা বিবি আদালতে হাজির হয়। আদালত থেকে আয়েশা বিবি তার বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় তাদের গাড়ি আটক করে জাবেদ মিয়া। জাবেদ মিয়া গাড়িটি আটক করে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে দেয় এবং আয়েশা বিবি ও তার বাবা আশু মিয়াকে মারধর করে।
মঙ্গলবার আয়েশা বিবি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ মিয়ার বিরুদ্ধে। আয়েশা বিবি বলেন, আজ থেকে কয়েক মাস আগে তার সন্তানকে জোরপূর্বক নিয়ে গেছে তার স্বামী জাবেদ মিয়া। এখনো সন্তানকে তার কাছে দিচ্ছে না। সন্তানকে আনতে গেলে তাকে মারধর করা হয়। সবকিছু জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন চাইছেন বিচার।