আগরতলায় এমবিবি বিমানবন্দরে আটক ছয় মহিলা সহ আট বাংলাদেশী নাগরিক

আগরতলা, ৩১ জুলাই : আবারও আগরতলায় এমবিবি বিমানবন্দর থেকে ২ শিশু সহ ৮ জন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন শিশু। বাকিরা মহিলা। তাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, মায়মনসিংহ, জামালপুরে। ধৃত মহিলাদের নাম লাকি আক্তার, সিমা খরা, মোহাম্মদ সোহাগী আক্তার, রেহেনা শেখ, ফাতেমা।

এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক বাংলাদেশী মহিলারা জানান তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে কতিপয় ভারতীয় দালাল বিমলের মাধ্যমে মাথা পিছু ১২ হাজার টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করেন। এই দালালই তাদের জাল ভারতীয় পরিচয় পত্র আঁধার কার্ড বানিয়ে দেন প্রতি আধার কার্ড ১ হাজার টাকার বিনিময়ে। তারা আরও জানান তাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং সীমন্তে যেই জায়গায় বেড়া কাটা রয়েছে সেই জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে এমবিবি বিমানবন্দর থেকে আমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে।

এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, এমবিবি বিমানবন্দরে কিছু লোক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে এই খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ গিয়ে তাদের আটক করে। সেখান থেকে তাদের গ্রেপ্তার করে আনা হয় থানায়। তাদের বিরোদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বুধবারই তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল।

উল্লেখ্য, মাত্র ৪দিন আগে এই বিমানবন্দর থেকে ৬ জন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হয়েছিল। আবার এত সংখক অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা গ্রেপ্তারের পর বিভিন্ন মহল প্রশ্ন তুলছেন বিএসএফ এর ভূমিকা নিয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?