বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার আইপিএফটি নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

উদয়পুর, ২৭ জুলাই : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুলভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর প্রচার কর্মসূচীতে অংশগ্রহন করলেন আইপিএফটি নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

এদিন প্রথমে জোলাইবাড়ী ব্লকের অধীনে শান্তি নিকেতন পাড়ায় মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশির্বাদ নিয়ে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নমঃ কে সঙ্গে নিয়ে ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করেন। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ীবাসীর কাছের লোক হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছেন।

জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনো প্রকার ভেদাভেদ ছাড়া সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজনের কাছে পৌঁছে দিয়েছেন। তাই সকলে আশাবাদী আসন্ন নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৮ নং আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। দুই প্রার্থীর নির্বাচনের প্রচার শেষ করে জেলাপরিষদের ১২ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বের হলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

আজকের এই প্রচার শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, বিগত বাম আমলে ত্রিস্তর নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারত না। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গণতন্ত্রে বিশ্বাস করছে সকলে। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী দিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগত দিনে যেইভাবে সিপিআইএমকে বর্জন করেছে একইভাবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছে তাদেরকে সকলে বর্জন করবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?