আগরতলা, ২৬ জুলাই : আগরতলা জিবি হাসপাতালের প্রবীণ মেডিসিন বিভাগ বন্ধ হয়ে আছে। তাতে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মীরা চাকরিহীন হয়ে পড়েন। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁদের।
জানা গেছে, চুক্তিবদ্ধ ভাবে ২০২০ সাল থেকে নিয়োজিত ছিলেন তারা। ২৯ জন কর্মী নির্ধারিত বেতনে ২৪ ঘন্টা পরিষেবা দিয়ে আসছিলেন। এর মধ্যে গত মার্চ মাসের শেষ সপ্তাহে তাদের শ্বেতপত্র হাতে ধরিয়ে দিয়ে জানিয়ে দেওয়া হয় কেন্দ্র সরকারের চুক্তি শেষ হয়ে গেছে। এপ্রিল মাস থেকে তারা আর কাজ করতে পারবে না।
শুক্রবার তারা জিবি হাসপাতালে গিয়ে দেখতে পায় তাদের পুরনো কর্মস্থলে তালা ঝুলছে। হতাশ হয়ে তারা জানান, রাজ্যপালের অনুমতিতে প্রবীণ ব্যক্তিদের স্বার্থে এই মেডিসিন বিভাগটি খোলা হয়েছিল। কিন্তু যে মৌ স্বাক্ষর করে মেডিসিন বিভাগ খোলা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়ে তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে।
প্রসঙ্গত, ২০২০ সালে উদ্বোধন হয়েছিল এই প্রবীণ মেডিসিন বিভাগ। ৬০ উর্ধ্বে ব্যক্তিদের এই মেডিসিন বিভাগে পরিষেবা দেওয়া হত। এই মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি কর্মী এবং জিডি স্টাফ।