বক্সনগর, ২৬ জুলাই : ত্রিপুরার সবকটি থানাকে পেছনে ফেলে দিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে এবছর দ্বিতীয় গাঁজা চারার নার্সারি কাটিং করার অভিযানে নামে কলমচৌড়া থানার পুলিশ। এখনো সবেমাত্র নার্সারি বা কেউ কেউ বাগান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।এই অবস্থায় কলমচৌড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে চরাই-উৎরাই পেরিয়ে মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের সফুরজলা এলাকার গভীর জঙ্গলে হানা দিয়ে প্রায় তিন লাখের অধিক গাঁজা গাছের নার্সারি ধ্বংস করে দিয়েছে শুক্রবার।
কলমচৌড়া থানার ওসি নাড়ুগোপাল দে জানান, গোপন খবর পেয়ে তিনি নিজে এবং থানার সেকেন্ড অফিসার সৈকত দাস, এসআই অরুণ দেববর্মা, এসআই সুপ্রতিম দে সহ থানার অন্যান্য কনস্টেবল এবং টি এসআর জওয়ান নিয়ে দুপুর বারোটায় অভিযানে নামে সফুরজলা এলাকার গভীর জঙ্গলে। সেখানে ৫টি নার্সারি বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অভিযান চালিয়ে বিকেল চারটার দিকে থানায় ফিরে আসেন। তিনি জানিয়েছেন কলমচৌড়া থানা এলাকায় চলতি মরশুমে কাউকে গাঁজা বাগান করার সুযোগ দেওয়া হবে না। এমন ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন কলমচৌড়া থানার ওসি। তবে কলমচৌড়া থানার পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বক্সনগর এলাকার সিংহভাগ মানুষ।