বক্সনগর, ২৬ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের আমন মিয়ার বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ধনপুর বিএসএফ ক্যাম্পের জওয়ান ও যাত্রাপুর থানার পুলিশ। তার বাড়ি থেকে হাজার হাজার ফেনসিডিল ও শুকনো গাঁজা উদ্ধার করে যৌথ বাহিনী।
কিন্তু পুলিশের ও বিএসএফের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম বাড়ির মালিক আমন মিয়া। বাড়ির বসত ঘর এবং আশেপাশের আনাচে কানাচে মজুত রাখা নেশাসামগ্রীগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসার সময়কিছু দুষ্কৃতি পুলিশ ও বিএসএফের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বিএসএফের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় যাত্রাপুর থানার ভাড়া করা একটি গাড়িও। নেশা সামগ্রীগুলি রাতেই নিয়ে আসে মনারচক বিএসএফ ক্যাম্পে। গভীর রাত পর্যন্ত এই সমস্ত নেশা সামগ্রীগুলি হিসেব-নিকাশ করা হয়। রাত সাড়ে তিনটা নাগাদ থানায় নিয়ে আসে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রীগুলি।
শুক্রবার যাত্রাপুর থানার ওসি জানান, ৩৭৬০ বোতল ফেনসিডিল এবং ৩৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, বাড়ির মালিক আমন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তাকে গ্রেফতার করার জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে। উত্তেজিত জনতা যারা গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ওসি।