লাদাখ, ২৬ জুলাই : অগ্নিপথ প্রকল্পের লক্ষ্য হল সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করা ও যুদ্ধের নিরন্তর যোগ্য রাখা। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমাদের কাছে সেনাবাহিনী মানে ১৪০ কোটি দেশবাসীর বিশ্বাস। আমাদের কাছে সেনাবাহিনী মানে- ১৪০ কোটি দেশবাসীর শান্তির নিশ্চয়তা। আমাদের কাছে সেনাবাহিনী মানে দেশের সীমান্তের নিরাপত্তার নিশ্চয়তা।”
শুক্রবার সকালে লাদাখের দ্রাসে কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্বপ্নের সমাধান করেছে দেশ। অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করা ও যুদ্ধের নিরন্তর যোগ্য রাখা।”দেশের বিরোধীদের ভূমিকার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দুর্ভাগ্যের বিষয় হল, কিছু মানুষ জাতীয় নিরাপত্তা সম্পর্কিত এমন একটি স্পর্শকাতর বিষয়কেও রাজনীতির বিষয় বানিয়ে ফেলেছে। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত স্বার্থে সেনাবাহিনীর এই সংস্কার নিয়ে মিথ্যার রাজনীতিও করছেন। এরাই সেই লোক যারা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আমাদের বাহিনীকে দুর্বল করেছে। এরা সেই একই লোক যারা চেয়েছিল এয়ার ফোর্স যেন কখনোই আধুনিক যুদ্ধবিমান না পায়। এরাই সেই লোক যারা তেজস যুদ্ধবিমানকে একটি বাক্সে আটকে রাখার প্রস্তুতি নিয়েছিল।”
প্রধানমন্ত্রী বলেছেন, “সত্য যে অগ্নিপথ প্রকল্প দেশের শক্তি বৃদ্ধি করবে এবং দেশের দক্ষ যুবকরাও মাতৃভূমির সেবায় এগিয়ে আসবে। বেসরকারি সেক্টর এবং আধা সামরিক বাহিনীতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণাও করা হয়েছে।” বীর সেনা জওয়ানদের প্রতি কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কার্গিলের বিজয় কোনও দলের নয়, দেশের জয় ছিল। এই জয় আমাদের দেশের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, এটি গর্ব এবং আত্মসম্মানের একটি প্রমাণ। ১৪০ কোটি দেশবাসীর পক্ষ থেকে, আমি আমাদের সাহসী সৈনিকদের আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।”