আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরা পিপলস পার্টির তরফে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। মূলত: কোটা সংরক্ষণ নিয়ে বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। তাই সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবীতে এই স্মারকলিপি দিয়ে ত্রিপুরা পিপলস পার্টি।
স্মারকলিপি প্রদান করার পর ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ বলেন, সংরক্ষণ সংস্কারের দাবীতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বাভাবিক জীবন স্তব্ধ হয়ে পড়েছে। সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে না বসে উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনে বলে তিনি অভিযোগ করেন। বুলেটের মুখে ছাত্র আন্দোলনকে দমন করার নীতি গ্রহণ করেছে হাসিনা সরকার। ইতিমধ্যেই চলমান এই আন্দোলনে ছাত্র-যুবক ও সাধারণ নাগরিক সহ দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। স্কুল কলেজ, ইন্টারনেট সহ জরুরী সমস্ত পরিষেবা বন্ধ। পড়শী দেশ ভারতেও তার প্রভাব পরতে শুরু করেছে।
তিনি আরও বলেন, বেসরকারি সূত্র মতে ভারতের প্রায় ৮০০০ ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ত্রিপুরা পিপলস পার্টি ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জন জীবনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ।