আড়ালিয়ার পঞ্চবটি বাজারে গভীর রাতে চলল গুলি, ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করলেন প্রশাসনের ভূমিকায়

আগরতলা, ২৬ জুলাই : রাজধানী আগরতলা শহরের আড়ালিয়া পঞ্চবটি বাজারের একটি দোকান শেডের মধ্যে চলল গুলি৷ কে বা করা গুলি চালিয়েছে তাকে সনাক্ত করা না গেলেও বাজারের ব্যবসায়ীদের দাবি নেশা কারবারিরা এই গুলি চালিয়েছে৷ বুধবার রাতে এই গুলি চালনার ঘটনার বিষয়ে বৃহস্পতিবার বাজারের ব্যবসায়ীরা পুলিশকে যেমন অবহিত করেছেন তেমনি পুর নিগমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন৷

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাম জমানায় বহুতল এই বাজার শেড নির্মাণ করা হয়েছিল৷ তবে অবৈজ্ঞানিকভাবে এই বাজার শেড নির্মাণ করার ফলে বর্ষায় জল জমে নাজেহাল হতে হয়৷ তারপর এই বাজার শেডের উদ্বোধন করেন বিজেপি নেতৃত্বাধীন প্রথম রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ২০১৯ সালে ৬ মার্চ এই বাজার শেডের উদ্বোধন হয়৷ প্রায় ১০৭টি স্টল রয়েছে৷ পুরোপুরিভাবে প্রস্তুত আছে মাত্র চৌদ্দটি স্টল৷ বাকি স্টলগুলি এখন দোকান খোলার উপযুক্ত নয়৷

এই অনুপযুক্ত স্টলগুলিতে চলে সন্ধ্যার পর নানা অসামাজিক কার্যকলাপ৷ নেশা সামগ্রী কেনাবেচার জন্য এই স্টলগুলি ব্যবহৃত হচ্ছে৷ কারো কোন হেলদোল নেই৷ বহুবার পুর নিগম এবং স্থানীয় তৎকালীন বিধায়ক রেবতী মোহন দাসকে অনুরোধ করেছিলেন বাজারের ব্যবসায়ীরা যাতে এই বাজার শেডের কাজ সম্পন্ন করে ব্যবাসীয়দের হস্তান্তর করা হয়৷ তাতে বাজারের প্রায় চল্লিশ জন ব্যবসায়ী উপকৃত হতে৷ তাছাড়াও আরও অনেক ব্যবসায়ী সেখানে দোকান খুলে রুজিরুটির ব্যবস্থা করতে পারতেন৷ কিন্তু, প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাই এখানে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে৷ আশঙ্কা করা হচ্ছে নেশা কারবারিদের মধ্যে বিরোধের জেরেই এই গুলি চালনা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?