আগরতলা, ২৫ জুলাই : বৃহস্পতিবার আগরতলা শহরের রাধানগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন। মূলত: ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনৈতিক বদলি এবং অনমনীয় মনোভাবের প্রতিবাদে এই বিক্ষোভ। একই সাথে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
জানা গিয়েছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারী সমিতির সদস্য সদস্যারাও বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন। বিক্ষোভ কর্মসূচিতে সামিল এক কর্মী জানান কিছুদিন ধরে পিএনবি-র ম্যানেজার অনৈতিকভাবে কর্মীদের বদলি করছেন। ব্যাঙ্কের নিয়ম নীতি না মেনে বদলি করা হচ্ছে। এই নিয়ে বহুবার ডেপুটেশান প্রদান করা হয়েছে। কিন্তু তারপরও তিনি অনৈতিক ভাবে কর্মীদের বদলি করে যাচ্ছেন। তাই এইদিন গ্রামীণ ব্যাঙ্কের সকল কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। পরে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বিভিন্ন দাবীতে। দাবী না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে দেওয়া হয় হুশিয়ারী।