বিলোনিয়া, ২৫ জুলাই : কেকের নামে বিষ খাওয়াচ্ছেন আপনার শিশুদের। বাদ যাচ্ছে না পরিবারের বড় ছোট সকলেই। বর্তমানে একটা ট্রেন্ড চলছে জন্মদিন, মুখে প্রসাদ, গায়ে হলুদ, মেহেন্দি রসম, বিবাহ বার্ষিকী সবকিছুতেই কেক আর কেক। কেকগুলি কিভাবে বানাচ্ছেন কি দিয়ে বানাচ্ছেন তা আজ স্পষ্ট করল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর।
এদিন মহকুমা প্রশাসন বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নার কেকস্ অ্যান্ড ক্লক নামে বেকারিতে অভিযান চালায়। সেখানে স্পষ্ট হয়ে যায় কেকগুলিতে সমস্ত ধরনের মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিলোনিয়া মহকুমা প্রশাসন, খদ্য দপ্তর, পুলিশ প্রশাসন যৌথ ভাবে পুর এলাকার বিভিন্ন বাজার এবং বেকারি ও বিভিন্ন দোকানে অভিযান চালায়।
অভিযান চলাকালে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্য মূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি সরজমিনে ক্ষতিয়ে দেখতে কলেজ স্কোয়ার বাজার পরিদর্শন করা হয়। যদিও বাজারে তেমন কোন গরমিল দেখা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এদিন বিলোনিয়া শহরের আর্য্য কলোনীস্থিত একটি বেকরিতে অভিযান চালিয়ে কিছু প্লাস্টিকের প্যাকেট ও অস্বাস্থ্যকর অবস্থা দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে বেকারিগুলিকে প্রাথমিক ভাবে নোটিশ করে জরিমানা করা হয়। বিলোনীয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত মহাকুমা শাসক সাংবাদিকদের বিস্তারিতভাবে জানান।