সাংবাদিককে হত্যার চেষ্টার অভিযোগ, কল্যাণপুর থানায় ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এর সম্পাদক

তেলিয়ামুড়া, ২৫ জুলাই : পুলিশের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতিকে। এই ঘটনার খোঁজ খবর নিতে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এর সম্পাদক প্রণব সরকার এর নেতৃত্বে সাংবাদিকদের একটি টিম বৃহস্পতিবার কল্যাণপুর থানার ওসির সাথে দেখা করেন এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২২ জুলাই দুপুর আনুমানিক দুইটা নাগাদ তেলিয়ামুড়া থানার টিআরপি-৩০৪ ওয়ান টনার গাড়ি থেকে সরকারি বরাদ্দ ডিজেল বিক্রি করা হচ্ছিল খোলাবাজারে। এই খবর পাওয়ার পর সজল দেব সহ অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছেন। হাতেনাতে ডিজেল বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা তেলিয়ামুড়ার থানায় কর্মরত এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন সাংবাদিকরা তখন মনোরঞ্জন ক্ষিপ্ত হয়ে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন সাংবাদিক সজল দেবকে।

একটা সময়ে জোর করে সাংবাদিকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি থামাতে বাধ্য হন। এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে যেখানে ডিজেল বিক্রি করা হয়েছিল সেই বাড়ি থেকে ডিজেল উদ্ধার করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবী করা হয়েছে এই বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে এভাবে দিন দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সাংবাদিকরা থানার সামনে ধর্না আন্দোলনও সংগঠিত করেছিলেন। অন্যদিকে কল্যাণপুর থানার ওসির সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এর সম্পাদক প্রণব সরকার। তিনি, জানিয়েছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের সাথে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?