সোনামুড়া, ২২ জুলাই : সিপাহীজলা জেলার সোনামুড়াস্থিত কবি নজরুল মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে।
কলেজ পড়ুয়াদের বক্তব্য, জোরপূর্বক চাপিয়ে দেওয়া ফিলোসফি এবং সসিউলজিস্ট বিষয়গুলি সম্পর্কে কোন ধারণাই নেই। তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলি নিয়ে লেখাপড়া করবে, এ বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছে না। তারা আবেদন করেছিল এডুকেশন এবং ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করার। কিন্তু এই বিষয়গুলি কলেজে থাকার পরেও কর্তৃপক্ষ নিতে দেয়নি ছাত্রছাত্রীদের।
ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে যদি তারা ইংরেজি এবং এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে এক বছর অকৃতকার্য হতে পারে। তাই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ধর্নায় বসে প্রতিবাদে সোচ্চার হয়। পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে উক্ত বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করবে।