আমবাসা, ২২ জুলাই : ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ ও বর্তমান অবস্থার বাস্তব চিত্র জানতে দুই দলে বিভক্ত হয়ে গন্ডাছড়া যাচ্ছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কিন্তু পুলিশ প্রশাসনের বাধায় গন্তব্যে না পৌঁছেই ফিরে যেতে হয়েছে কংগ্রেসি বিধায়ক সুদীপ রায়বর্মণ, সিপিআইএম-এর জিতেন্দ্র চৌধুরীদের।
আজ সোমবার ধলাই জেলার গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, কেমন চলছে সরকারি ত্রাণ ইত্যাদি বিষয়ে খোঁজ নিতে রওয়ানা হয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি আশিসকুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায়বর্মণ। সঙ্গে ছিলেন আগরতলার কয়েকজন সাংবাদিক। কিন্তু পুলিশ প্রশাসন মহকুমা সদর থেকে দশ কিলোমিটার দূরে বাবুসাই পাড়ায় সুদীপবাবুদের আটকে দেয়। বহু কৌশল করে, নরমে-গরমে চেষ্টা করেও কাজ হয়নি। ফিরে যান কংগ্রেসের নেতারা।
অন্যদিকে বিধানসভায় বিরোধী দলনেতা তথা সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ বাম প্রতিনিধি দলও আসছিল একই উদ্দেশ্যে। তাঁদেরও মহকুমা থেকে পাঁচ কিলোমিটার দূরে গতি রোধ করে প্রশাসন। তাঁরাও শেষ পর্যন্ত ফিরে যান। দুই বিরোধী দলকে এভাবে গন্ডাছড়ায় প্রবেশ করতে না দেওয়ায় প্রশ্ন উঠছে, শান্তি কি আসলেই ফিরেছে মহকুমায়?