কুমারঘাট, ২২ জুলাই : গাড়ীতে আলাদা ক্যাবিন বানিয়ে ত্রিপুরা থেকে পাচার হচ্ছে শুকনো গাঁজা। লোহা কাটার মেশিন দিয়ে লরির গোপন চেম্বার কেটে বের করা হল এই শুকনো গাঁজা। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাটে।
জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে যাওয়া টিআর-০২এইচ-১৬২২ নম্বরের একটি লরি আটক করে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ। তাতে লুকানো ছিলো বাণ্ডিল বাণ্ডিল শুকনো গাঁজা। অবশ্য এযাত্রায় গাঁজা পাচারের পন্থা দেখে কিছুটা অবাক হতে হল পুলিশকেও। লরির ভেতরের বডির উপর আলাদা বডি বানিয়ে তার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। পরে রাতভর সেই লরির বডি কেটেই পুলিশ উদ্ধার করে ৫১৫ কেজি গাঁজা।
কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারী মূল্য ২৫ লক্ষ টাকা হবে। এই ঘটনায় বিহারের বাসিন্দা লরি চালক সৌরভ ত্রিবেদীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে তোলা হয় আদালতে। পুলিশ জানিয়েছে ধৃতকে রিমাণ্ডে এনে এবিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করা হবে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে গাঁজাগুলি ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল অসমের দিকে। ধারণা করে হচ্ছে বিহার পর্যন্ত পৌছানোর উদ্দেশ্যেই রওনা দেয় গাঁজা বোঝাই এই লরি। কেননা এই লরি নিয়ে যেতে বিমানে চেপে রাজ্যে আসে ধৃত চালক। তার কাছ থেকে বিমানের টিকিট সহ মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।