আগরতলার খোশবাগান থেকে চুরি যাওয়া বাইক সহ কুখ্যাত বাইক চোর গ্রেফতার উদয়পুরে

উদয়পুর, ২২ জুলাই : রাজধানী আগরতলা শহর খোশবাগান এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হল গোমতী জেলার উদয়পুরে৷ সেই সাথে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত বাইক চোর রাজীব দাসকে৷ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

উদয়পুরের রাধা কিশোরপুর থানার ওসি জানিয়েছেন, রবিবার রাত সাড়ে এগারটা নাগাদ শহরে পুলিশের বাইক পেট্রোলিং পার্টির নজরে আসে এক যুবক বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে৷ পুলিশ ওই যুবককে আটক করে৷ তার নাম রাজীব দাস৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক উদয়পুরের কুখ্যাত বাইক চোর হিসেবে চিহ্ণিত৷ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে বাইকের মালিকের নাম বলতে পারেনি এমনকি বাইকের নম্বর পর্যন্ত সে বলতে পারেনি৷ তাতে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে বাইকটি রাজীব চুরি করে এনেছে৷ বাইকের নম্বর টিআর-০১-এল- ৮৫৩৬৷ পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে বাইকটি আগরতলার রূপক সাহা নামে এক ব্যক্তির৷

রাধা কিশোরপুর থানার পুলিশ সাথে সাথেই যোগাযোগ করে পশ্চিম আগরতলা থানার পুলিশের সাথে এবং জানতে পারে বাইকের মালিক থানায় একটি চুরির মামলা রুজু করেছেন৷ ধৃত রাজীব দাস এবং উদ্ধার হওয়া বাইক পশ্চিম আগরতলা থানার কাছে হস্তান্তর করে দেবে বলে জানিয়েছেন রাধা কিশোরপুর থানার ওসি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?