আগরতলা, ১৯ জুলাই : প্রতিটি বিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যৎ সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা ও জ্ঞানে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ছাত্রছাত্রীদের এই লক্ষ্য নিয়েই শিক্ষিত করে তুলছে। শুক্রবার বিকালে এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন।
ছাত্রছাত্রীরা যেন তাদের প্রতিভার পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে সেই পরিবেশ তৈরী করার জন্য রাজ্যপাল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা যেন পড়াশোনার বাইরে গিয়েও খেলাধূলা, গান-বাজনা, সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত করে। রাজ্যপাল আশা প্রকাশ করেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন শিক্ষাক্ষেত্রে রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করবে। স্কুলের ছাত্রছাত্রীরা আগামীদিনে রাজ্য ও জাতীয়স্তরে তাদের কাজের মাধ্যমে সুনাম অর্জন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের সহকারি প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।