বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ হয়ে খোয়াইয়ে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রাহকরা

খোয়াই, ১৯ জুলাই : বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ হয়ে খোয়াইয়ে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরে বিদ্যুৎ নিগমের আধিকারিকের আশ্বাসের ভিত্তিতে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

জানা গিয়েছে, তিন মাস যাবৎ খোয়াই জেলার পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভল্টিজের সমস্যা হচ্ছে। এতে করে বিভিন্ন বাড়ি ঘরে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন।

অবরোধের ফলে আটকে পড়ে রাস্তার দুদিকের যানবাহন। এলাকাবাসীর স্লোগান দিতে থাকে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে আসেন বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা। শীঘ্রই কাজ শুরু হবে এই আশ্বাসের পর পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করেন এলাকাবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?