উদয়পুর, ১৮ জুলাই : ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বূহস্পতিবার গোমতী জেলার উদয়পুরে কংগ্রেস দলের পক্ষ থেকে কাঁকড়াবন ও টেপানিয়া ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সূচি আগেই পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মত কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথমে কাঁকড়াবন ব্লকে বিধায়ক সুদীপ বায় বর্মণের নেতূত্বে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে সেখানে শাসক দল বিজেপির পক্ষ থেকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সব ধরনের সাহায্য করা হয়।
সেই অভিজ্ঞতা নিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে সুদীপ বায় বর্মণের নেতূত্বে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ দলীয় নেতা ও কর্মীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য টেপানিয়া ব্লকে যাওয়ামাত্র তাঁদের উপর হামলা করা হয়। ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশ, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ, গোমতী জেলার জেলা সভাপতি টিটন পাল সহ দলীয় নেতা নেত্রী ও মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।
সুদীপ বায় বর্মণের পায়ে আঘাত লেগেছে বেশী। তিনি সাংবাদিকদের বলেন ঘটনার পর গোমতী জেলার পুলিশ সুপারকে ছয় থেকে সাত বার টেলিফোন করা হয়েছে। ডিজিকে করা হয়েছে টেলিফোন। কেউ কল রিসিভ করেননি। পুলিশ ঘটনার সময় ছিল জগন্নাথের ভূমিকায়। তিনি বলেন এসব করে বিরোধীদের দাবিয়ে রাখা যাবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে তিনি আগরতলার উদ্দেশ্যে উদয়পুর থেকে চলে যান। জানা যায় বেশ কয়েকজন কংগ্রেস দলের কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।কয়েকজন পুলিশ কর্মীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। কংগ্রেস দলের অমিত দেবনাথ, সুবল সরকার, মহম্মদ মফিস মিয়া গুরুতর আহত। তাদের মাথা ফেটে গেছে। আবার অনেকের পা কিংবা হাত ভেঙ্গেছে বলেও জানা যায়। পরিস্থিতি ভয়াভয় অবস্থায় রয়েছে টেপানিয়াতে।